thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

‘স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার চিন্তাভাবনা চলছে’

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৬:২২:৫১
‘স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার চিন্তাভাবনা চলছে’

কুমিল্লা প্রতিনিধি : সরকার স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ভবিষ্যতে উন্নত বিশ্বের মত আমাদের দেশেও স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার চিন্তাভাবনা চলছে। কারণ এ সব নির্বাচনে যারা অংশগ্রহণ করেন, তারা নেপথ্যে একটা দলের সমর্থন নিয়েই নির্বাচন করেন।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুরে শুক্রবার দুপুরে মন্ত্রী এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে না এসে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের কাছে হেরে গেছে। এটা বোঝতে পেরে উপজেলা নির্বাচনে তারা ঝাঁপিয়ে পড়েছে। বিএনপি বোঝতে পেরেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে হলে নির্বাচন ছাড়া উপায় নেই।’

মধ্যবর্তী নির্বাচন ও বর্তমান সংসদের মেয়াদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রাজনীতিতে হতাশা বলতে কিছু নেই। বিএনপিকে তাদের ভুল থেকেই শিক্ষা নিতে হবে। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি। কতদিন ক্ষমতায় থাকব তা অহংকার করে বলার কিছু নেই। মহান আল্লাহ ও জনগণ যতদিন ক্ষমতায় রাখেন ততদিন আমরা থাকব।’

ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কের কাজ সরকার গুরুত্বের সঙ্গেই দেখছে। এ মহাসড়কের ৪২ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। মাটি ভরাটের কাজ শেষ হয়েছে ৯২ ভাগ। ১৭টি সেতুর মধ্যে ১৪টি সেতুর কাজ শেষ হয়েছে। ১২৮টি কালভার্টের মধ্যে ১২৭টির কাজ শেষ হয়েছে।’

(দ্য রিপোর্ট/জেপি/এসকে/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর