thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি, হতে পারে না’

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৬:৩২:৪২
‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি, হতে পারে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দলীয় সরকারের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম বলেন, ‘দলীয় সরকারের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হতে পারে না। এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে। জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। কিন্তু এ ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে কীভাবে হত্যা করতে হয় তা প্রমাণ করেছে।’

তিনি বলেন, ‘সংবিধানে আছে জাতীয় সংসদ পরিচালিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে। কিন্তু ১৫৩ সংসদ সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে সে দেশে কোনো গণতন্ত্রের ভিত্তি থাকতে পারে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আয়োজক সংগঠনের সদস্য সচিব মো. মোজাম্মেল হক পলাশ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর