thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গেইলের ফেরা

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৬:৫৩:২৪
গেইলের ফেরা

দ্য রিপোর্ট ডেস্ক : অবশেষে দলে ‍ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। তিনি নিউজিল্যান্ড সফরে ছিলেন না হ্যামস্ট্রিং ইনজুরির জন্য। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের গড়া দলে জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটার।

ড্যারেন স্যামি ও মারলন স্যামুয়েলসও ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফরে ঝরে পড়েছেন দল থেকে। এই দুজনও ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজ টোয়েন্টি২০ ও ওয়ানডে দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি টোয়েন্টি২০ ও একটি ওয়ানডে খেলবে। প্রথম টোয়েন্টি২০ ম্যাচ ১৯ ফেব্রুয়ারি কিংসটনে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল : ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, মিগুয়েল কামিন্স, ক্লার্ক এডওয়ার্ডস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনীল নারিন, কিয়েরন পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, ড্যারেন স্যামি ও লেন্ডল সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজের টোয়েন্টি২০ দল : ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনীল নারিন, দিনেশ রামদিন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ক্রিসমার স্যান্তোকি, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর