thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৭:০৮:২২
শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অমর রায় (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ জংশন প্লাটফর্মের পূর্ব দিকে শুক্রবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমর রায় হবিগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল বোঝাই একটি ট্রেন শায়েস্তাগঞ্জ জংশন প্লাটফর্ম এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনটির নিচে কাটা পড়েন। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এফসি/এফএস/এসকে/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর