thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

মুন্সীগঞ্জে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৭:৫০:০১
মুন্সীগঞ্জে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঢাকা-দোহার সড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাচনের প্রচারণাকালে আ’লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বিক্ষুব্ধ সমর্থক-কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ ও ১২টি বাস ভাংচুর করে।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিম আহমেদ ভুঁইয়া ও বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের কর্মীদের মধ্যে শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণার সময় উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে র‌্যাব ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/ইইউ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর