thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘সরকারের হাতে সংবিধান, গণতন্ত্র নিরাপদ নয়’

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৬:৫৯:৫৬
‘সরকারের হাতে সংবিধান, গণতন্ত্র নিরাপদ নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ‘সংবিধান রক্ষার নামে প্রহসনের নির্বাচন করে সরকার ফ্যাসিবাদের দিকে হাঁটছে। এদের হাতে জনগণের সংবিধান, গণতন্ত্র কোনোটাই নিরাপদ নয়।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কাউন্সিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার তিনি এ সব কথা বলেন।

খালেকুজ্জামান বলেন, ‘বাংলাদেশে পাঁচ হাজার ৮০০ কারখানায় প্রায় ৪০ লাখ পোশাক শ্রমিক কাজ করে। শ্রমিকদের এ কাজের বিনিময়ে পোশাক খাত থেকে বার্ষিক আয়ের পরিমাণ দুই হাজার কোটি ডলার। অথচ সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের আট হাজার টাকা মজুরিও ‍দিতে চায় না। স্বাধীন দেশে একটা গণতান্ত্রিক শ্রম আইন প্রণীত হয়নি যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।’

তিনি বলেন, ‘মাত্র কয়েক লাখ টাকা পুঁজি নিয়ে যে সব মালিক কারখানা শুরু করেছিলেন তারা আজ কয়েকশ’ কোটি টাকার মালিক। মন্ত্রী-এমপিরা হলফনামায় যে তথ্য দিয়েছে সেখানে বেশুমার লুটপাটের চিত্র পাওয়া যায়। শ্রমিক-কৃষক-ছাত্র-জনতার সংগ্রামই পারে এ দুঃশাসন রুখে দিতে।’

খালেকুজ্জামান বলেন, ‘আমাদের সংবিধান এবং আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, পছন্দমতো নেতা নির্বাচন করার অধিকার, দর কাষাকষি করার অধিকার স্বীকার করা হয়েছে। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে কোনো গণতান্ত্রিক অধিকার নেই। প্রায় দাসের মত জীবনযাপনে বাধ্য হন তারা।’

সভায় আরও বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহেদুল হক মিলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ওসমান আলী, রাজেকুজ্জামান রতন, সেলিম মাহমুদ, সৌমিত্র কুমার দাস, কবির হোসেন, জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।

এদিকে সকাল সাড়ে ১১টায় আহসান হাবীব বুলবুলের সভাপতিত্বে তাজুল মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল শেষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি ওসমান আলী নবগঠিত ২৩ সদস্যবিশিষ্ট কমিটিকে পরিচয় করিয়ে দেন। কাউন্সিলে আহসান হাবীব বুলবুলকে সভাপতি, খালেকুজ্জামান লিপনকে সহ-সভাপতি, খায়রুল কবিরকে সহ-সভাপতি, সেলিম মাহমুদকে সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলমকে সহ-সম্পাদক, খুরশীদ আলম মিথুনকে সহ-সম্পাদক, সৌমিত্র কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/সাআ/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর