thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জে টিনের ছাদ ভেঙে জুটমিল কর্মকর্তার মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৭:৫৪:৪৬
চাঁপাইনবাবগঞ্জে টিনের ছাদ ভেঙে জুটমিল কর্মকর্তার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি জুটমিলের টিনের ছাদ ভেঙে মশিউর রহমান মতিন (৩৮) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান নবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বেসরকারি রাবেয়া জুটমিলের কর্মকর্তা মশিউর রহমান মিলের টিনের ছাদ মেরামত কাজ দেখতে গিয়ে প্লাস্টিক টিনের উপর পা রাখলে তা ভেঙে তিনি নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এআরএন/এফএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর