thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

‘এই সরকার অবশ্যই ক্ষণস্থায়ী’

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৮:৫৩:০০
‘এই সরকার অবশ্যই ক্ষণস্থায়ী’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, ‘ইতিহাস সাক্ষী দেয় ভোটারবিহীন নির্বাচন করে বেশি দিন কেউ ক্ষমতা থাকতে পারে না। আর ইতিহাস যদি যথার্থ সাক্ষী দেয় এই সরকার অবশ্যই ক্ষণস্থায়ী।’

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ‘ভাষা আন্দোলন ও মওলানা ভাসানী’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ।

কাজী জাফর বলেন, সারা পৃথিবী প্রতিবাদ মুখর হয়ে ওঠেছে। আর প্রমাণ অল্প কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিবেশী একটি দেশের সঙ্গে সম্পর্ক রেখে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। এই দেশের এতে সমর্থন থাকলেও তাদের গণমাধ্যমই এই সরকারকে অবৈধ বলেছে।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলু সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাষাসৈনিক আব্দুল মতিন, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি নূর মোহাম্মদ খান, অ্যাডভোকেট নাজমুল হক নান্নু, সাধারণ সম্পাদক কাজী মনিরুল হুদা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর