thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আশুগঞ্জে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৮:৫৩:৩৭
আশুগঞ্জে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়ীয়া সংবাদদাতা : জেলার আশুগঞ্জের শরিয়তনগরে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শরিয়তনগর গ্রামের পীর ইকবাল মিয়ার বাড়িতে মাইকে জিকির করা নিয়ে পাশের বাড়ির মো. লিটন মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে বিবাদমান দ্বন্দ্ব মেটাতে উপজেলার চরচারতলা গ্রাম থেকে শরিয়তনগরে আসেন পীর ইকবাল মিয়ার আত্মীয় মো. হাফিজ মিয়া, তার ভাই ও ভাইয়ের তিন ছেলে। পাঁচজন শরীয়তনগর এসে ঘটনাটির মীমাংসা করার চেষ্টা করেন। রাতে হাফিজ ও তার লোকজন ফিরে আসার পথে স্থানীয় রেলস্টেশন এলাকায় হামলার শিকার হন।

শরীয়তনগরের লিটনের নেতৃত্বে ২০-২৫ জন লোক তাদের ওপর হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলিও ছুড়া হয়। আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন নিরাপদে আশ্রয় নেন। এ সুযোগে মো. হাফিজ মিয়ার (৫০) হাত-পায়ের রগ কেটে দেওয়াসহ তার ভাই মো. শামীম মিয়া (৩০), ছেলে সুজন মিয়া (২৫), রাজন মিয়া (২২) ও সাজন মিয়াকে (১৮) কুপিয়ে আহত করা হয়।

ঘটনার পর পরই পুলিশ পাঁচজনকে আটক করেছে। আহত দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং অপর তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) গোলাম ফারুক জানান, ইতোমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এইচএমএস/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর