thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিংড়ায় শনিবার অর্ধ দিবস হরতাল

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৯:০৩:২৫
সিংড়ায় শনিবার অর্ধ দিবস হরতাল

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় শনিবার অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

ঢাকা হাইকোর্ট ভবনের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল ফটিকসহ চার নেতাকর্মীকে গুম করার প্রতিবাদে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি একটি মামলায় বিএনপি নেতা ইব্রাহীম খলিল ফটিকসহ সাতজন নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হন। পরে আদালত ভবনের সামনে একটি মাইক্রোবাসে এসে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়। সেখান থেকে আশুলিয়ার এক নির্জনস্থানে গিয়ে ৩ জনকে নামিয়ে দিয়ে বাকিদের নিয়ে চলে যায়। এরপর থেকে তাদের আর কোনো সংবাদ পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর