thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘অরাজকতা সৃষ্টিকারীদের হাতে দেশকে তুলে দেওয়া যাবে না’

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৯:১৯:৪৭
‘অরাজকতা সৃষ্টিকারীদের হাতে দেশকে তুলে দেওয়া যাবে না’

বরিশাল সংবাদদাতা : শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, ‘দেশকে কোনোভাবেই অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের হাতে তুলে দেওয়া যাবে না।’ ভারত সরকারের পক্ষ থেকে বরিশালে মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অশ্বিনী কুমার হলে শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি বরিশাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমু বলেন, ‘রাজনৈতিক পরাজয় মেনে নিয়েই খালেদা জিয়া শেখ হাসিনা সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন। খালেদা জিয়া বলেন, এ সরকার অবৈধ, তাহলে এ অবৈধ সরকারের সঙ্গে সংলাপ কেন?’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাই কমিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার পিসি থিমাইয়া বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমিও অংশ নিয়েছিলাম। ভারত সরকার এ দেশের মুক্তিযোদ্ধার সন্তানদের পড়া-লেখার সহায়তায় প্রতিবছর বৃত্তি প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় বরিশালে উচ্চ মাধ্যমিকের ২৮ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা ও ডিগ্রি পর্যায়ে ৩৬ শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করেছে।’

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দেবদাস সমদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর