thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৯:৪৬:৩৫
উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তরাঞ্চলের জেলা বগুড়া, সিরাজগঞ্জ ও নাটোরে শুক্রবার সন্ধ্যায় মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। ফলে আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে হাজার হাজার জনসাধারণ রাস্তায় নেমে আসে।

প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

বগুড়া প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। এতে বড় ভবন, বাসা-বাড়ি কম্পিত হয়। এ ভূ-কম্পন প্রায় ৪-৫ সেকেন্ড স্থায়ী ছিল। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

খান মার্কেটের ওষুধ ব্যবসায়ী আব্দুল তারিক খান বলেন, ‘আমাদের মার্কেটের বিল্ডিং কেঁপে ওঠেছে এবং দোকানের ওষুধের সব বক্স র‌্যাক থেকে পড়তে শুরু করে। এতে দোকানের কর্মচারীসহ আমি আতঙ্কিত হয়ে মার্কেট থেকে বের হয়ে রাস্তায় নেমে আসি।’

শহরের শিববাটি এলাকার আব্দুল বারিক আরিফ বলেন, ‘অনেক জোরে বাসা কম্পিত হয়। স্মরণকালে এতটা কম্পিত হয়েছে বলে মনে পড়ছে না। কম্পন দেখে বাসা থেকে সন্তান ও স্ত্রী নিয়ে ফাঁকা স্থানে দাঁড়িয়েছিলাম।’

বগুড়া আবহাওয়া অফিস পর্যবেক্ষক আব্দুর রশিদ ভূ-কম্পনের কথা স্বীকার করে বলেন, ‘আমাদের অফিসে ভূ-কম্পন পরিমাপক যন্ত্র নেই। তাই এটা কী পরিমাণে হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না।’

এদিকে সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে শুক্রবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। অনেক বাড়িতে সুরা পাঠ ও উলু ধ্বনি শোনা যায়। প্রায় ৭ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ছাড়া নাটোর প্রতিনিধি জানান, নাটোরে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সন্ধ্যা ৭টা ১১ মিনিটে প্রায় ৬ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প হয়। ভূমিকম্পে বাড়ি-ঘর কেঁপে ওঠে। আতঙ্কে মানুষজন বাড়ি-ঘর ছেড়ে খোলা আকাশের নিচে বেরিয়ে আসে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এএইচ-এনএইচ-আরএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর