thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ফাইনালে অমল-আরিফ

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৯:৫০:৫২
ফাইনালে অমল-আরিফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৭তম প্রকৌশলী এমএ জব্বার স্মৃতি টেনিসের পুরুষ এককের ফাইনালে উঠেছেন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ও জাতীয় টেনিস কমপ্লেক্সের আরিফ হোসেন। সেমিফাইনালে অমল রায় ৬-৪, ৬-৪ গেমে উত্তরা ক্লাবের মোফাজ্জল হোসেনকে এবং আরিফ হোসেন ৬-৩, ৬-৩ গেমে দ্বিতীয় সিড নরডিক ক্লাবের আলমগীর হোসেনকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছেন।

পুরুষ দ্বৈতের ফাইনালে অমল ও রঞ্জন জুটি ৬-৩, ৬-৪ গেমে বিপ্লব রাম ও ওমর ফারুক সানি জুটিকে এবং আনোয়ার হোসেন ও দীপু লাল জুটি ৬-২, ৭-৫ গেমে মোফাজ্জল হোসেন ও মিলন হোসেন জুটিকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছেন। মহিলা এককের সেমিফাইনালে বিকেএসপির ইশিতা আফরোজ ৬-০, ৬-৪ গেমে বিকেএসপির শাহ সাফিনাকে এবং জাতীয় টেনিস কমপ্লেক্সের সারদা আলম ৬-২, ৪-৬, ৭-৬ গেমে বিকেএসপির আফরানা ইসলাম প্রিতীকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছেন।

এ ছাড়া বালক একক ১২ বছর গ্রুপে বিকেএসপির সৈকত শাহরিয়ার ৬-১, ৬-৩ গেমে বিকেএসপির ফরিদুর রেজাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর