thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘উপজেলা নির্বাচনের পর কেউ সাম্প্রদায়িক হামলা করতে পারবে না’

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ২০:২২:৩২
‘উপজেলা নির্বাচনের পর কেউ সাম্প্রদায়িক হামলা করতে পারবে না’

যশোর অফিস : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘বাংলাদেশে যাতে আর কখনও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না ঘটে তার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ফলে আসন্ন উপজেলা নির্বাচনের পর যাতে এ ধরনের কোনো ঘটনা কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে।’

যশোরের অভয়নগর উপজেলার চাপাতলার মালোপাড়া পরিদর্শন শেষে শুক্রবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. গওহর রিজভী বলেন, ‘অতীতে দেখা গেছে, নির্বাচনের পর পরই একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় গত ৫ তারিখের নির্বাচনের পর ওই মহলটি চাপাতলার মালোপাড়ায় হামলা চালিয়ে নারকীয় তাণ্ডব সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা যুদ্ধের সময় যেমন হিন্দু-মুসলমানরা ভাই ভাই হিসেবে দেশের জন্য যুদ্ধ করে শত্রুদের পরাস্ত করেছিল, আজ সেইভাবে ভাই ভাই হিসেবে হামলাকারীদের দেশ থেকে বিতাড়িত করতে হবে।’ তিনি এ পাড়ার মানুষকে ভীত না হয়ে নিজের জন্মভূমি রক্ষায় শক্তি সঞ্চয় করে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপদেষ্টার সঙ্গে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জয়দেব ভদ্রসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ড. গওহর রিজভী স্থানীয় রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/একে/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর