thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভালোবাসা দিবসে কক্সবাজারে পর্যটকের ঢল

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ২২:০৮:০১
ভালোবাসা দিবসে কক্সবাজারে পর্যটকের ঢল

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : দীর্ঘদিন পর জমে উঠেছে কক্সবাজারের পর্যটন স্পটগুলো। পর্যটকদের পদভারে মুখরিত এখন কক্সবাজার। পর্যটকের ঢল নামায় হোটেল-মোটেলে তিল ধারণের ঠাঁই নেই। মূলত বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরেই জমে উঠেছে এ সমুদ্র সৈকত।

জানা গেছে, হরতাল অবরোধ ও রাজনৈতিক সহিংসতাসহ নানা কারণে বিগত বছরজুড়ে পর্যটনে ছিল মন্দা ভাব। কক্সবাজারের ৪ শতাধিক হোটেল-মোটেল ও ২ শতাধিক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। অনেক হোটেলে কর্মচারী ছাঁটাই করলেও বেশ কিছু হোটেল বন্ধ হয়ে যায়। অন্য ব্যবসায়ীদেরও একই অবস্থা হয়েছিল।

কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস ও দেশের পরিস্থিতি ভালো থাকায় পর্যটনের সেই মন্দা ভাব কেটে এখন যৌবন ফিরে পেয়েছে কক্সবাজার।

ভালোবাসা দিবসের এ দিনে নিজের পরিবার ও প্রিয়জনকে নিয়ে বিশেষ মুর্হূত কাটাতে সবাই ছুটে এসেছেন কক্সবাজারে। সৈকতে হৈ চৈ আর আনন্দের মধ্যে দিনটি পার করছেন তারা। কুমিল্লা থেকে আসা দম্পতি ফরিদ-শাহানা বলেন, ‘ভালোবাসার মানুষকে নিয়ে কিছু সময় নীরবে কাটাতে এখানে এসেছি।’

কক্সবাজারে পর্যটকের আগমন ঘটায় খুশি হোটেল ব্যবসায়ীরাও। তারা বিগত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানান হোটেল দ্য কক্স টুডের পরিচালক অপারেশন সাখাওয়াত হোসেন।

এদিকে আগত পর্যটকদের নিরাপত্তা দিতে কক্সবাজারে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে পর্যটন স্পটগুলোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ নারী পুলিশ টহলে রাখার কথা জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ।

সব মিলে আবারও জমে উঠেছে কক্সবাজারের পর্যটন শিল্প। ভালোবাসা দিবস আর সাপ্তাহিক ছুটির কারণে পর্যটক আগমনের যে ধারা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে, এ প্রত্যাশা সবার।

(দ্য রিপোর্ট/এসএম/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর