thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

ইউনূস সেন্টারের ১২তম ডিজাইন ল্যাব শনিবার

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ০১:২৫:৩৫
ইউনূস সেন্টারের ১২তম ডিজাইন ল্যাব শনিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: সামাজিক ব্যবসায় আগ্রহীদের উৎসাহিত করার লক্ষ্যে শনিবার সকাল ১০টায় ১২তম ডিজাইন ল্যাব আয়োজন করেছে ইউনূস সেন্টার। এতে সামাজিক উন্নয়নমূলক ব্যবসায় আগ্রহী বিভিন্ন পেশাজীবী অংশ নিতে পারবেন। আগ্রহীদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন ১২তম ডিজাইন ল্যাবের সভাপতি শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ডিজাইন ল্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মোট চারঘণ্টা মেয়াদী এ প্রোগ্রামে প্রশিক্ষণ, সামাজিক ব্যবসার বিভিন্ন উপায় খুঁজে বের করা এবং অংশ্রহণকারীদের বিভিন্ন সামাজিক ব্যবসায় অর্ন্তভুক্ত করার বিষয়ে সহযোগিতা দেওয়া হবে।

প্রোগ্রামের প্রশ্নোত্তর পর্বে অনলাইনে আগ্রহীদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন প্রফেসর ইউনূস। উপস্থাপিত প্রকল্পসমূহের কোনো একটির ব্যাপারে কেউ আগ্রহী হয়ে থাকলে তার সঙ্গে কিভাবে অর্ন্তভুক্ত হওয়া যাবে তার দিকনির্দেশনা দেওয়া হবে প্রোগ্রামে।

প্রকল্পের বিষয়ে প্রশ্ন করতে চাইলে এখানে-ক্লিক করুন

প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন

প্রোগ্রাম সিডিউল দেখতে এখানে ক্লিক করুন

পরবর্তী ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ।

উল্লেখ্য, ইউনূস সেন্টারের প্রথম ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয় ২০১৩ সালের জানুয়ারি মাসে। এরপর থেকে প্রতিমাসে ডিজাইন ল্যাব আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর