thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বৃষ্টিতে দিনাজপুরে জীবনযাত্রা ব্যাহত

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ০৯:৩৪:০২
বৃষ্টিতে দিনাজপুরে জীবনযাত্রা ব্যাহত

দিনাজপুর সংবাদদাতা : শীতের মৌসুমে বৃষ্টি হওয়ার কারণে দিনাজপুরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ বৃষ্টি শনিবার সকালেও অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, শীতের মৌসুমে বৃষ্টি হওয়ার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ফলে সাধারণ দিনমজুর মানুষরা বেশ দুর্ভোগে পড়েছেন। শুক্রবার সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও রাতে হয়েছে ভারি বৃষ্টি। বিশ্ব ভালোবাসা দিবসেও অধিকাংশ তরুণ-তরুণীদের বাড়িতে বসেই সময় কাটাতে হয়েছে।

শীতের এই বিরূপ আবহাওয়া সম্পর্কে দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আশরাফুল আলম জানান, এ বৃষ্টি আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআই/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর