thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২৫ জনের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ০৯:৩৬:৫১
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২৫ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ তুষারঝড়ে দেশটিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

জর্জিয়ার পুলিশ প্রধান ঝড়ের কারণে ভালোবাসা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের গ্রেট লেকের পানি গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো পুরোপুরি বরফ হয়ে গেছে।

জর্জিয়া ও সাউথ ক্যারোলিনাসহ কয়েকটি এলাকার ৪ লাখ ৪০ হাজারেরও বেশি বাড়ি শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎহীন ছিল।

কোনো কোনো এলাকার রাস্তাঘাটের অবস্থা এখনও বিপজ্জনক রয়েছে। ফিলাডেলফিয়ায় শুক্রবার সকালে কয়েকটি গাড়ির মধ্যকার সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

৮টি অঙ্গরাজ্যের অনেক বিদ্যালয় বন্ধ রয়েছে। ওয়াশিংটনে ফেডারেল অফিসের কাজকর্ম দুই ঘণ্টার জন্য চললেও পরে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া শুক্রবার প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে প্রতিদিন সাড়ে ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তুষারঝড়টি কানাডার পূর্বাঞ্চলের দিকে ধেয়ে যাবে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর