thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

যুক্তরাষ্ট্রের ব্যাংকে বৈধতা পাচ্ছে গাঁজা ব্যবসার লেনদেন

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১০:০৮:০৮
যুক্তরাষ্ট্রের ব্যাংকে বৈধতা পাচ্ছে গাঁজা ব্যবসার লেনদেন

দ্য রিপোর্ট ডেস্ক : গাঁজা ব্যবসায়ীদের সঙ্গে অর্থ লেনদেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন সরকার।

আইনি ঝুঁকি কমাতে ও গাঁজা ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে মারিজুয়ানা ইন্ডাস্ট্রি গ্রুপের নির্বাহী পরিচালক মাইকেল ইলিয়ট বলেন, এই নির্দেশনার ফলে কলোরাডোর ব্যাংকগুলো গাঁজা ব্যবসায়ীদের সঙ্গে আর্থিক লেনদেন শুরু করতে পারবে।

বর্তমান আইনানুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো গাঁজা ব্যবসায়ীদের সঙ্গে লেনলেন করলে মাদক ব্যবসার অর্থ লেনদেনের অভিযোগে অভিযুক্ত হতে হবে।

বিচার বিভাগ ও ফিন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্কের ওই নির্দেশনা অনুযায়ীও গাঁজা ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন করলে ব্যাংকগুলো একেবারে আইনি রেহাই পাবে না।

তবে ওই নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠানগুলো ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে না।

বর্তমানে ব্যবসায়ীরা নগদ অর্থ দিয়েই গাঁজা কেনাবেচা করে থাকেন। এর ফলে ডাকাতির আশঙ্কাও থাকে।

যুক্তরাষ্ট্রের কলোরাডো ও ওয়াশিংটনে ২০১২ সালে গাঁজা কেনাবেচা বৈধ করা হয়েছে। অন্য অঙ্গরাজ্যগুলোতেও দ্রুত গাঁজা ব্যবসা বৈধ করা হবে বলে ধারণা করা হচ্ছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর