thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ব্রিটেনে বন্যাদুর্গতদের পাশে উইলিয়াম ও হ্যারি

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১১:০৪:২৩
ব্রিটেনে বন্যাদুর্গতদের পাশে উইলিয়াম ও হ্যারি

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রিটেনের রিভার টেমস গ্রামে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বন্যার পানি ঠেকাতে ব্রিটিশ সেনাদের সঙ্গে তারাও বালির বস্তা দিয়ে বাঁধ তৈরিতে সাহায্য করেছেন।

পশ্চিম লন্ডনের ইন ডাচেট দলের সঙ্গে শুক্রবার সকাল ৬টা থেকে কাজ শুরু করেন তারা। এটা তাদের ব্যক্তিগত সফর বলে জানা গেছে।

উইলিয়াম ও হ্যারি দুইজনই সশস্ত্রবাহিনীতে কর্মরত ছিলেন। বন্যার্তদের প্রতি উইলিয়াম ও হ্যারির দাদি রানী এলিজাবেথও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বন্যাদুর্গতদের জন্য খাদ্য পাঠিয়েছেন।

গত বছরের ডিসেম্বর থেকে ইংল্যান্ডে ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। জানুয়ারি মাস থেকে সেখানে শুরু হয়েছে বৃষ্টিপাত।

এদিকে টেমস নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূল ও পশ্চিম লন্ডনের বেশ কয়েকটি স্থান প্লাবিত হয়েছে। (সূত্র : এপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর