thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বালোতেল্লির ম্যাজিকে মিলানের জয়

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১১:৪৩:৩৭
বালোতেল্লির ম্যাজিকে মিলানের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : ইতালির সুপারস্টার মারিও বালোতেল্লির অন্তিম মুহূর্তের গোলে দারুণ জয় তুলে নিয়েছে এসি মিলান। সিরি ‘এ’ তে ব্লোগনার বিপক্ষে এই জয়ে স্বস্তি ফিরেছে মিলানে। ১-০ গোলের জয় হলেও গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট তো পাওয়া গেছে। সম্প্রতি মিলানের সময়টা ভালো যাচ্ছে না। ফলে এই জয়ের গুরুত্ব রয়েছে।

সিরি ‘এ’ তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে টানা ২ বারের চ্যাম্পিয়ন জুভেন্তাস। এসি মিলান রয়েছে দশম স্থানে। ২৪ ম্যাচে দলটি ৩২ পয়েন্ট তুলতে পেরেছে। সমান ৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ল্যাৎসিও।

মিলান নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান থেকে ৪ পয়েন্ট পেছনে। ইন্টার পঞ্চম স্থানে অবস্থান করছে।

এই ম্যাচে গোলের জন্য মরিয়া ছিল মিলান। ম্যাচ শেষের ৪ মিনিট আগে গোল করেছেন বালোতেল্লি। এ মৌসুমে বালোতেল্লি দশম গোল করতে সক্ষম হয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর