thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

সিরিয়ার শান্তি আলোচনায় অচলাবস্থা কাটাতে জাতিসংঘের শেষ চেষ্টা

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১১:৪৫:৫৪
সিরিয়ার শান্তি আলোচনায় অচলাবস্থা কাটাতে জাতিসংঘের শেষ চেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘের বিশেষ প্রতিনিধিরা জেনেভার শান্তি আলোচনার চূড়ান্ত অধিবেশনে সিরিয়া সরকার ও বিরোধী পক্ষের মধ্যে অচলাবস্থা কাটাতে শেষ চেষ্টা করবেন।

সমস্যার সমাধানে শনিবারে শেষবারের মতো উভয়পক্ষকে মুখোমুখি আলোচনায় বসাবেন জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অচলাবস্থা কাটাতে সহায়তা করবে বলে আগেই নিশ্চিত করেছিলেন ব্রাহিমি।

বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, বিশ্লেষকরা মনে করছেন জেনেভায় আবারও শান্তি আলোচনার ব্যবস্থা করা গেলে সেটাই হবে জাতিসংঘের সব থেকে বড় সাফল্য।

কিন্তু সিরিয়ার অনেক অধিবাসিই মনে করেন আবারও আলোচনার কর্মসূচি অর্থহীন। কারণ দুই দফায় আলোচনা হলেও অর্জন খুবই সামান্য।

বেসামরিক নাগরিকদের মুক্তি ও ত্রাণ সহযোগিতা পৌঁছানো ছাড়া ৬ দিনের এই আলোচনায় কোনো চুক্তি হয়নি।

সিরিয়া সরকার বিদ্রোহীদের সন্ত্রাসী অবিহিত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায়। অন্যদিকে বিদ্রোহীরা নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়ে আসছে।

উভয়পক্ষ পরস্পরকে দোষারোপ করার কারণে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। সিরিয়া সরকারের প্রতিনিধিরা বিদ্রোহীদের দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে।

সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া সহিংসতায় প্রায় ১ লাখ মানুষ নিহত হয়েছেন। এ সময় গৃহহীন হয়েছেন প্রায় ৯৫ লাখ মানুষ। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর