thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

মন্ত্রিত্ব না নিলেই ভালো হতো : এরশাদ

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১২:১৩:৫৪
মন্ত্রিত্ব না নিলেই ভালো হতো : এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মন্ত্রিত্ব না নিলেই ভালো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘মন্ত্রিত্ব নেওয়ায় বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ভূমিকা পালন করতে পারবে কিনা- তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে।’

বনানী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন ঐকমত্যের সরকার হলেও সরকারের সমালোচনা করা যাবে। কিন্তু বিরোধী দল নিয়ে মানুষের মধ্যে যে রকম প্রশ্ন আছে, আমারও সে রকম প্রশ্ন আছে।’

তিনি বলেন, ‘সমালোচনা করাই বিরোধী দলের কাজ। এটা করতে পারলে সরকারেরই ভালো হবে। তবে বিরোধী দলের ভূমিকা নিয়ে আমারও প্রশ্ন আছে।’

দলের বিভক্তির বিষয়ে এরশাদ বলেন, ‘আমার দলে কোনো বিভক্তি নেই। যে যাই করুক জাপার প্রতিষ্ঠাতা আমিই। আর জাপা মানেই লাঙ্গল। আগামী নির্বাচনে আমিই মনোনয়ন দেব।’

এরশাদ বলেন, ‘সংসদীয় কমিটিতে আমাদের দলের সংসদ সদস্যরা থাকবেন। তবে আমি থাকব না। আমি প্রধামন্ত্রীর বিশেষ দূত হয়েছি। দেশ-বিদেশে আমাকে থাকতে হবে।’

এ সময় এরশাদের সঙ্গে ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, সুনীল শুভরায়।

এর আগে এরশাদ পায়রা উড়িয়ে বনানী বিদ্যানিকেতনের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর