thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

ওয়েঙ্গারের সমালোচনায় মরিনহো

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১২:১৭:১৯
ওয়েঙ্গারের সমালোচনায় মরিনহো

দ্য রিপোর্ট ডেস্ক : আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারের সমালোচনা করেছেন চেলসির বস হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ জানিয়েছেন, তিনি ওয়েঙ্গারের জায়গায় থাকলে অব্যাহতি নিতেন। এ ছাড়া ওয়েঙ্গারকে ‘স্পেশালিস্ট ইন ফেইলর’ বলেও উপাধি দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ।

রাতে (১১:১৫ মিনিট, স্টার স্পোর্টস-৪) ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। এই ম্যাচের আগে সংবাদমাধ্যমের সামনে এমনভাবে ওয়েঙ্গারকে তোপে দাগলেন মরিনহো।

আর্সেনাল ২০০৫ সালে সর্বশেষ এফএ কাপ জয় করেছিল। এরপর আর ভাগ্যদেবী তাদের সহায়তা করেনি। মরিনহো ওয়েঙ্গারের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘তিনি ‘স্পেশালিস্ট ইন ফেইলর’; আমি নই। তিনি বিশেষ কিছু; কারণ ৮ বছরে কোনো শিরোপা না পাওয়াটা দীর্ঘ হয়ে যায়। যদি চেলসির সঙ্গে আমার এমনটা হয়ে থাকে তো চলে যেতাম এবং আর ফিরতাম না।’

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর