thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

ভালোবাসা দিবসের বার্তায় পোপ ফ্রান্সিস

প্লিজ-থ্যাংকস-সরি সফল দাম্পত্যের তিন শব্দ

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১২:২৯:০০
প্লিজ-থ্যাংকস-সরি সফল দাম্পত্যের তিন শব্দ

দ্য রিপোর্ট ডেস্ক : ভালোবাসা দিবসে চিরস্থায়ী দাম্পত্য জীবনের সূত্র জানালেন পোপ ফ্রান্সিস। তার মতে, সফল দাম্পত্য জীবন শুধু তিনটি শব্দের ওপর নির্ভর করে। শব্দ তিনটি হলো- প্লিজ, থ্যাংকস ও সরি।

সেইন্ট পিটাস’স স্কয়ারে শুক্রবার অন্তত ১০ হাজার জুটি জড়ো হয়েছিল। তাদের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেন, সৌজন্যতা, কৃতজ্ঞতা ও ভুল স্বীকার ভালোবাসাকে সমৃদ্ধ ‍ও স্থায়ী করে।

বিয়ে করতে যাওয়া তরুণ যুগলদের এ সব পরামর্শ দেন পোপ। এ সময় পোপ ফ্রান্সিস কৌতুক করে বলেন, ‘আমরা সবাই ভুল করি। নিখুঁত পরিবারের কোনো অস্তিত্ব নেই। নির্দোষ স্বামী কিংবা স্ত্রী খুঁজে পাওয়া যাবে না। তাই নির্দোষ শাশুড়ি নিয়ে কথা না বলাই ভালো।’ (সূত্র : এপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর