thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শাহবাগে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৩

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১২:৩৯:০০
শাহবাগে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানার শিশুপার্কের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মান্নান সরদার, জাকির হোসেন ও মো. রাসেল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, মাইক্রোবাসে এসে চারজন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। চাপাতিসহ দেশি অস্ত্র নিয়ে তারা শিশুপার্কের সামনে ঘোরাফেরা করছিল। এ সময় এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টহল টিম তাদের আটক করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চাপাতি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় শিবলু নামে অপর এক ছিনতাইকারী পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং ২৪।

ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেজেএন/ইইউ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর