thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘খালেদা জিয়া দেশের সাড়ে ১২টা বাজিয়েছেন’

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১২:৫০:৫৫
‘খালেদা জিয়া দেশের সাড়ে ১২টা বাজিয়েছেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশের সাড়ে ১২টা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার সকালে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি দেশের সাড়ে ১২টা বাজিয়ে দিয়েছেন। এখন তওবা পড়েন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন। এখন তার মাসুল দিচ্ছেন।’

ফজলে রাব্বি মিয়া বলেন, ‘আমার কাছে সবচেয়ে প্রিয় আমার মা, এরপর আমার স্ত্রী, ছেলে-মেয়ে, আমার দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজন। মানুষ চাইলে এদেরও ফাঁকি দিতে পরে। কিন্তু নিজের বিবেককে কেউ ফাঁকি দিতে পারে না। আমি বেগম খালেদা জিয়াকে বলব আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন- গত কয়েক মাসে আপনি দেশে যে নৈরাজ্য চালিয়েছেন, তা দেশের কোন মঙ্গলের জন্য করেছেন?’

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি দেশের ও জনগণের স্বার্থে। সেই রাজনীতির নামে প্রিসাইডিং অফিসারকে পুড়িয়ে মারা, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা, এটা কীসের স্বার্থে?’

ডেপুটি স্পিকার বলেন, ‘যারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে, আন্দোলনের নামে নৈরাজ্য করে তাদের দেশের জনগণ কোনোদিন ভোট দেবে না। সেটা জাতীয় নির্বাচন হোক আর উপজেলা নির্বাচন হোক।’

গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি এ সময় বলেন, ‘এটা বুঝতে পেরেই বিএনপি এখন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মীর হোসেন আক্তার, হারুনুর রশীদ চৌধুরী, ব্যারিস্টার জাকির হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর