thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের তদন্ত শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৩:০৭:২৪
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের তদন্ত শুরু

গাজীপুর সংবাদদাতা : টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের প্রতিবাদে ২০ কিশোরের নিজ শরীর জখমের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। তদন্ত কমিটির সদস্য ও গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম শনিবার সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় জেলা প্রশাসনের গঠিত কমিটি সম্পর্কে তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশে উচ্চ পর্যায়ে কমিটি গঠনের পর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আর কার্যকারিতা থাকে না।’

প্রসঙ্গত, ধারাবাহিক নির্যাতনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ওই কেন্দ্রের ২০ কিশোর নিজেদের শরীর জখম করে প্রতিবাদ জানায়। এ সংক্রান্ত খবর বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে ও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের পর প্রশাসনে তোলপাড় হয়। এ ঘটনায় ওই দিনই হাইকোর্ট সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত জেলা প্রশাসক শাহনেওয়াজ দিলরুবা খানকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এস এম আনোয়ারুল করিমকে সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদফতর। কেন্দ্রের সাইক্রিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার জিয়াউর রহমান চৌধুরীকে নতুন তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএফ/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর