thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘সংসদের আয়ুষ্কাল যত সংক্ষিপ্ত হবে, গণতন্ত্রের জন্য ততই মঙ্গল’

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৩:২২:০১
‘সংসদের আয়ুষ্কাল যত সংক্ষিপ্ত হবে, গণতন্ত্রের জন্য ততই মঙ্গল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান সংসদের আয়ুষ্কাল যত সংক্ষিপ্ত হয় গণতন্ত্র ও দেশের মানুষের জন্য ততই মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহবুবুর রহমান। একই সঙ্গে তিনি দশম সংসদ বাতিল করে অতিদ্রুত একাদশ সংসদ নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রাজধানীর ভাসানী মিলনায়তনে শনিবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। ‘আমরা কজন’ নামক সংগঠনের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা ফাতেমা সালাম।

সরকারের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে জেনারেল মাহবুব বলেন, ‘আলোচনাই হচ্ছে একমাত্র গণতন্ত্রের ভাষা। গণমানুষ বিচ্ছিন্ন এ সংসদ গণতন্ত্রের জন্য হুমকি। তাই আলোচনার মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নিবার্চন দরকার। ’

দেশে এখন গণতন্ত্রের সঙ্কট চলছে এমন অভিযোগ করে জেনারেল মাহবুব বলেন, এই সঙ্কটের কারণে দেশে অথর্নীতি ও সামাজিক সঙ্কট সৃষ্টি হয়েছে। অর্থনীতি ধসে পড়েছে, গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এ সব কারণে দেশের মানুষ হতাশ।

তিনি বলেন, দেশে প্রকৃত অর্থে দুর্যোগ চলছে। এই দুর্যোগ কাটিয়ে উঠতে হবে। গোটা বিশ্ব এ বিষয়ে উদ্বিগ্ন। তারা সকলেই চাচ্ছে দেশে সুষ্ঠু নির্বাচন হোক। কারণ তারা সকলেই চায় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর