thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

‘অস্ত্র নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় আছে সরকার’

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৩:৪২:১৫
‘অস্ত্র নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় আছে সরকার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আওয়ামী লীগ সরকার অস্ত্রের জোরে নয় জনগণকে সঙ্গে নিয়েই ক্ষমতায় আছে’ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ‘সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় ঠিকে আছে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের ভিত্তিতে মন্ত্রী এ মন্তব্য করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশরত্ন সেবক সংঘ’ আয়োজিত এক আলোচনা সভায় শনিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি এখন হরতাল নৈরাজ্য বন্ধ করে সুস্থ ধারার রাজনীতে ফিরে এসেছে। তবে দেখার বিষয় তারা কত দিন এই সুস্থ ধারার রাজনীতিতে থাকতে পরে। সহিংসতা ছেড়ে তারা সুস্থ রাজনীতিতে আসলে সরকার তাদেরকে সব ধরনের সহায়তা দেবে। অন্যথায় সরকার কঠোর ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘বিএনপিরই কাজই শুধু মিথ্যাচার করা। তারা মিথ্যাচার করে শুধু বন্ধুদের নয় বিদেশি বন্ধুদেরই বিভ্রান্ত করছে। তবে সরকার তাদের নৈরাজ্য বন্ধ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে এ বিভ্রান্তি বেশিদিন টিকবে না।’

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষক লীগের সহ সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/একে/ এমডি/ ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর