thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

শাবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৩:৪৬:১৮
শাবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

সিলেট অফিস : মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক আহতের ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে।

সিইপি বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী শনিবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অবরোধে এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দোষীদের বিচারের ব্যাপারে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

ড. হিমাদ্রী শেখর রায় দ্য রিপোর্টকে বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। তারা তাদের অবরোধ তুলে নিয়েছে।’

এসএমপি’র জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, শিক্ষক আহতের ঘটনায় শুক্রবার রাতে মামলা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টায় সিইপি বিভাগের সহকারী অধ্যাপক রকিব উদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুই যুবকের মোটরসাইকেলের ধাক্কায় আহত হন।

(দ্য রিপোর্ট/এমজেএইচ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর