thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

নারায়ণগঞ্জে ৪ মাসের শিশুকে হত্যা

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৪:১২:১৯
নারায়ণগঞ্জে ৪ মাসের শিশুকে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রাহিমা নামে ৪ মাসের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনার পর থেকে বাবা দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে দেলোয়ার হোসেন ও ইয়াসমিন দম্পতি পরিবারে গত কয়েকদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে কলহ দেখা দেয়।এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ১০টায় ৪ মাসের শিশু রাহিমাকে মাটিতে আছাড় দেয় বাবা দেলোয়ার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে।

পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।

(দ্য রিপোর্ট/এমএম/এসকে/এএইচ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর