thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইবিতে ১৮, ১৯ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৪:৩৫:১৯
ইবিতে ১৮, ১৯ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তিসহ ৫ দফা দাবিতে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রেসকর্নারে সংবাদ সম্মেলনের মাধ্যমে শনিবার বেলা সাড়ে ১১টায় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বাস পুড়িয়ে দেওয়ার মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদকে ২৯ জানুয়ারি কুষ্টিয়া শহর থেকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে তার মুক্তিসহ ৫ দফা দাবিতে আগামী ১৮, ১৯ ফেব্রুয়ারি ছাত্রধর্মঘট পালন করবে ইবি শাখা ছাত্রদল।

৫ দফা দাবির মধ্যে রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদসহ গ্রেফতার সকল ছাত্রদল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, তাদের মামলা প্রত্যাহার, সকল ছাত্র সংগঠনের সহাবস্থান, সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ বজায় রাখা ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে ইবি শাখা ছাত্রদলের সভাপতিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এফএপি/ইইউ/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর