thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিংড়ায় বিএনপির অর্ধদিবস হরতাল পালিত

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৫:১৬:১৪
সিংড়ায় বিএনপির অর্ধদিবস হরতাল পালিত

নাটোর প্রতিনিধি : জেলার সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকসহ নিখোঁজ তিন নেতাকর্মীর সন্ধান দাবিতে সিংড়া উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

বৃষ্টির কারণে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হলেও শনিবার বেলা সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কসহ পৌর এলাকায় বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে যুবদল ও ছাত্রদল।

পরে বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন সিংড়া থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি ও ম্যাব মহাসচিব মেয়র শামিম আল রাজি, থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মন্টু, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিকসহ তিন নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন নেন। এরপর আদালত থেকে বের হওয়ার মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়দানকারী দল তাদের ধরে নিয়ে যায়। তারপর থেকে তাদের সন্ধান পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এসআই/ইইউ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর