thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

ঢাবিতে সন্ধ্যায় ভূত উৎসব

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৫:৫০:০৮
ঢাবিতে সন্ধ্যায় ভূত উৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার সন্ধ্যায় ভূত উৎসবের আয়োজন করা হয়েছে। স্যার এ এফ রহমান হলের শাহনেওয়াজ ভবনে চারুকলা অনুষদের ছাত্রছাত্রীরা এই ভূত উৎসবে অংশ নেবে। আনন্দ ও প্রতিবাদের ভাষা হিসেবে এই উৎসব উদযাপন করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরই ভূত নামবে শাহনেওয়াজ ভবনের মাঠে। আনন্দ-ফুর্তির পাশাপাশি সমাজের চলমান ঘটনাও তুলে ধরা হবে। প্রায় ত্রিশ জন ভূত দর্শকদের আনন্দ দেবেন।

এবারের উৎসব সম্পর্কে চারুকলা অনুষদের ছাত্র নব্যেন্দু সাহা নব দ্য রিপোর্টকে বলেন, ‘১৯৯৮ সালে এক ভ্যালেন্টাইনস ডে-তে হরতাল হওয়ার প্রতিবাদে কিছু একটা করার চিন্তা থেকে ভূত উৎসবের কথা মাথায় আসে। প্রথমে মোর্শেদ ভাই, মাসুম ভাই, সৈকত ভাইয়েরা এই উৎসবের উদ্যোগ নিয়েছিল। এখন এটা চারুকলা অনুষদের সবার উৎসব।’

তিনি আরও বলেন, ‘শাহনেওয়াজ ভবনে মাত্র ১৮টি কক্ষ। শিল্পীদের জন্য এত কম কক্ষ হওয়ায় আমরা অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছি। ভালো সুযোগ-সুবিধা নেই। এখানে কোনো মানুষ থাকতে পারে না। একমাত্র ভূতেরাই পারে। একটি পূর্ণাঙ্গ হল আমাদের প্রয়োজন। তাই ভূত উৎসবটি সেই প্রতিবাদের ভাষা। সেই সঙ্গে আনন্দের দিকও রয়েছে। ভালোবাসা দিবসে যাদের ভালোবাসা নেই, তারাও ভূত সেজে মূকাভিনয় করবেন।’

এ সম্পর্কে চারুকলার অপর এক ছাত্রী বলেন, ‘এটা অনেক মজার একটি উৎসব। এখানে ভূত সেজে ফ্যাশন শো করা হয়। কয়েক বছর রাজনৈতিক কারণে ভূত উৎসব বন্ধ ছিল। ২০০৬ সাল থেকে আবারও উৎসব শুরু হয়েছে।’

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর