thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গৌরনদীতে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর করেছে ছাত্রলীগ

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৫:৫১:৪৬
গৌরনদীতে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর করেছে ছাত্রলীগ

বরিশাল অফিস : বরিশালের গৌরনদীতে ছাত্রলীগকর্মীরা বিএনপি প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে ৩০ জন আহত হয়েছেন। অপরদিকে সংবাদ প্রকাশের জের ধরে উপজেলার সমকাল প্রতিনিধি মো. মনিরুজ্জামানকে পিটিয়ে গুরুতর আহত করেছেন সরকারি গৌরনদী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়রুল ইসলাম ও তার সহযোগীরা। শনিবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেছেন, সাংবাদিক আহতের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন গৌরনদী থানার ওসিকে।

গৌরনদী থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুর ২টার সময় গৌরনদী বাসস্ট্যান্ডের সামনে সমকাল প্রতিনিধি মো. মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গাড়িবহরে হামলা ও বিএনপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়ার সমর্থকদের মারধরের খবর পত্রিকায় প্রকাশের জের ধরে সমকাল প্রতিনিধির ওপর হামলা চালিয়েছে জোবায়ের ও তার সহযোগীরা।

তারা আরও জানান, উত্তর বিজয়পুর গ্রামের মোবারক ভূঁইয়ার ছেলে জোবায়ের ছাত্রলীগ নেতা রুমান হত্যার প্রধান আসামি। জামিনে মুক্তি পেয়ে তিনি ফের সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। জোবায়েরের নেতৃত্বে ২০টি মোটরসাইকেলযোগে সকাল ১১টা থেকে মহড়া দিয়ে উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীদের কয়েকটি নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ৩০ জন আহত হয়েছেন।

নির্বাচনী অফিসে ছাত্রলীগের হামলার কথা অস্বীকার করেছেন ওসি আবুল কালাম আজাদ। সমকাল প্রতিনিধির ওপর হামলার ঘটনায় বরিশালের পুলিশ সুপার সরেজমিন তদন্তে গৌরনদীতে গেছেন।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর