thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

‘গতানুগতিক অনুষ্ঠানই বেশি নির্মিত হচ্ছে’

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৬:০১:০৯
‘গতানুগতিক অনুষ্ঠানই বেশি নির্মিত হচ্ছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : এ সময়ের দর্শকপ্রিয় উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্পোরেট শোয়ের উপস্থাপনা করতে শনিবার সকালে কক্সবাজার গিয়েছেন তিনি। দ্য রিপোর্টের সঙ্গে আলাপচারিতায় বর্তমান ব্যস্ততার কথা বলেন তিনি।

দ্য রিপোর্ট : আপনার উপস্থাপনার শুরুটা কবে?

নাবিলা : সাত-আট বছর হয়ে গেল।

দ্য রিপোর্ট : রোল মডেল হিসেবে কাকে অনুসরণ করেন?

নাবিলা : স্কুলে পড়াকালীন একুশে টেলিভিশনে সজল ভাই, দেবাশীষদার উপস্থাপনা দেখতাম। খুব ভালো লাগতো। এরপর ফারজানা ব্রাউনিয়া এলেন। মেয়েরা যে ভালো উপস্থাপনা করেন, তা দেখিয়ে দিলেন। এক সময় তো মেয়েরা সহ-উপস্থাপক হিসেবে কাজ করতেন। ব্রাউনিয়া আপু খুব ভালোভাবে সেই ধারাকে ভেঙে দিলেন। মেয়ে উপস্থাপকদের অনুপ্রেরণা দিলেন। আপুর উপস্থাপনা দেখে তাকে অনুসরণ করতে শুরু করি।

দ্য রিপোর্ট : বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

নাবিলা : বৈশাখী টেলিভিশন ও আরটিভিতে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। পাশাপাশি কর্পোরেট শো তো রয়েছেই।

দ্য রিপোর্ট : নতুন যারা আসছে, তারা কেমন করছে?

নাবিলা : আমরা যখন শুরু করেছি, তখন অনেক কম উপস্থাপক ছিল। এখন অনেকে আসছে। তাদের মধ্যে অনেকেরই ভাষা ও ব্যাকরণগত সমস্যা রয়েছে। ইংরেজি ও বাংলা মিশিয়ে কথা বলেন। তা ছাড়া অনেকে উপস্থাপনা করতে গিয়ে মডেল সেজে বসে থাকেন। প্রত্যেক উপস্থাপকেরই নিজস্ব ইমেজ থাকে। কেউ যদি মডেলদের মতো গেটআপ নেন। তাহলে মডেলদের সঙ্গে উপস্থাপকদের পার্থক্য থাকল কোথায়? এটা আমার কাছে ভালো লাগে না। মনে হয় ওরা পুতুল সেজে বসে আছে।

দ্য রিপোর্ট : এখন উপস্থাপনাকে পেশা হিসেবে নেওয়া যাচ্ছে কী?

নাবিলা : অবশ্যই। আমি তো পেশা হিসেবেই নিয়েছি। এই পেশা অনেক সেফ ও কমফোর্ট। এখন সম্মানিও খারাপ নয়।

দ্য রিপোর্ট : কোনো সমস্যায় পড়তে হচ্ছে কী?

নাবিলা : একটাই সমস্যা। তা হলো, আমরা যে টাকা পাই, অনেক সময় প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের নাম করে বেশি টাকা তোলা হয়।

দ্য রিপোর্ট : আপনি তো বিজ্ঞাপনচিত্রেও মডেলিং করেছেন?

নাবিলা : এ পর্যন্ত তিনটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছি। সম্প্রতি আপন আহসানের নির্দেশনায় একটি তেলের বিজ্ঞাপনচিত্রে মডেলিং করলাম।

দ্য রিপোর্ট : উপস্থাপনার পাশাপাশি মডেলিংও চালিয়ে যাবেন?

নাবিলা : ভালো ব্র্যান্ড ও ভালো নির্মাতা পেলে অবশ্যই করব।

দ্য রিপোর্ট : বিজ্ঞাপনচিত্র ও টিভি অনুষ্ঠানের নির্মাণ পার্থক্য তো অনেক।

নাবিলা : হ্যাঁ। টিভিসি যতোটা যত্ন সহকারে নির্মাণ করা হয়, টিভি অনুষ্ঠান ততটা নয়। প্রথমত বাজেট স্বল্পতা দ্বিতীয়ত দক্ষ লোকের অভাব। মানসম্পন্ন অনুষ্ঠান নেই। গতানুগতিক অনুষ্ঠানই বেশি নির্মিত হচ্ছে।

দ্য রিপোর্ট : এ বিষয়ে আপনারা কোনো কথা বলেন না?

নাবিলা : বলি তো অবশ্যই। কিন্তু তারা বলেন, বাজেট নেই। টেলিভিশন নির্মাতারা ভাবেন স্বল্প ব্যয়ে অনুষ্ঠানের সময় কীভাবে পার করা যায়। তাছাড়া অনেক প্রযোজকদের মধ্যে সৃষ্টিশীলতা নেই। আমরা যদি সৃষ্টিশীল কোনো পরামর্শ দিতে চাই, সেটা তারা নেন না। এ জন্য অনেক অনুষ্ঠান করতেও ইচ্ছে করে না।

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর