thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ফখরুলের কথায় আস্থা হারিয়েছে বিএনপি : মায়া

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৬:২২:৫৮
ফখরুলের কথায় আস্থা হারিয়েছে বিএনপি : মায়া

চাঁদপুর প্রতিনিধি : মির্জা ফখরুলের কথায় বিভ্রান্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

চাঁদপুরের মতলবের মোহনপুর এলাকায় নিজ বাড়িতে শনিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফখরুলের কথায় নেতাকর্মীরা আস্থা হারিয়ে ফেলেছে। মানুষ তাদের কাছ থেকে সরে এসেছে। যার প্রমাণ শত শত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান।’

এর আগে সকালে মায়া চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে চাঁদপুর জেলা বিএনপির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সফিক উল্ল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলায় বিএনপি সমর্থিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস-চেয়ারম্যান নিলুফা আক্তারসহ বিএনপির দুই শ’ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সম্পাদক এম এ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমবি/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর