thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পটুয়াখালীতে গাছচাপা পড়ে ফেরিওয়ালা নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৭:০১:৩৮
পটুয়াখালীতে গাছচাপা পড়ে ফেরিওয়ালা নিহত

পটুয়াখালী প্রতিনিধি : গাছ কাটায় সহযোগিতা করতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মো. রুবেল (২৩) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রুবেল পটুয়াখালীর বাদুরগাছা ইউনিয়নের ওবায়দুল হকের ছেলে। তিনি কলাপাড়ায় ফেরি করে বিভিন্ন মাল বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনিপাড়া গ্রামের ইউনুস তালুকদার বাড়ির একটি বিক্রি করা গাছ ব্যবসায়ী মনসুর মিয়া কাটছিলেন। গাছটি কেটে দড়ি দিয়ে নামানোর সময় রুবেলকে তারা সাহায্যের জন্য ডাকেন। রুবেল তাদের সাহায্য করতে এগিয়ে গেলে দড়ি ছিঁড়ে তিনি ওই গাছের নিচে চাপা পড়েন। গাছ কাটার সময় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর