thereport24.com
ঢাকা, সোমবার, ১৭ মার্চ 25, ৩ চৈত্র ১৪৩১,  ১৭ রমজান 1446

আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই : শিক্ষামন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৭:১৬:০৫
আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই : শিক্ষামন্ত্রী

মুন্সীগঞ্জ সংবাদদাতা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। দেশকে পরিবর্তন করতে চাই। এ সরকার অনেক পথ এগিয়েছে। বিশ্বের সঙ্গে বাংলাদেশ সমানতালে আরও এগিয়ে যাবে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে জেলা প্রশাসক সম্মাননা পুরস্কার ২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শনিবার দুপুর পৌনে ২টায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, এখনও এ দেশে এমন মানুষ রয়েছে, যারা স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। তাই আমরা স্বাধীনতার অর্জন ধরে রাখতে সব বাধা ভেঙে নতুন শক্তি বলয় গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের নিয়ে নতুন উদ্যমে অগ্রগামী বাহিনী গড়তে হবে। দেশ গড়তে হবে।

জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এনডিসি নাসিমা বেগম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ।

(দ্য রিপোর্ট/জিএমএম/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর