thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

ট্যাটু দম্পতি!

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৭:৩৬:০৬
ট্যাটু দম্পতি!

দ্য রিপোর্ট ডেস্ক : ছেলেটির শরীরের ৯০ ভাগ অংশজুড়ে ট্যাটু আঁকা। মেয়েটির শরীরের ৬৫ ভাগ অংশজুড়ে ট্যাটু।

আর্জেন্টিনার বাসিন্দা এই দম্পতি বিশ্বের সবচেয়ে পরিবর্তিত শরীরের দম্পতির খেতাব পেয়েছেন।

১৩ বছর বয়স থেকে নিজ শরীরে ট্যাটু আঁকা গাব্রিয়েলা (৪২) পেশাদার আঁকিয়েদের কাছে যাওয়া শুরু করেছেন ২০ বছর আগে থেকে। আর তার স্ত্রী পেরাল্টা (৪৩) যাচ্ছেন ৬ বছর ধরে।

তবে পেরাল্টা শুধু ট্যাটু আঁকিয়েদের কাছেই নন শারীরিক গঠন পরিবর্তনকারী বিশেষজ্ঞদের কাছেও যাচ্ছেন।

বিশ্বরেকর্ড করা এই দম্পতি ভ্যালেন্টাইনস ডে কীভাবে কাটিয়েছেন তা জানতে চাইলে পেরাল্টা বলেন, ‘আমরা ভ্যালেন্টাইনস ডে একসঙ্গেই কাটিয়েছি। একসঙ্গে খাবার তৈরি ও পরস্পরের মধ্যে ভাববিনিময় করেছি।’

ট্যাটু এঁকে বিশ্ব রেকর্ড করেছেন গাব্রিয়েলা (৪২) ও ভিক্টর পেরাল্টা (৪৩)।

পরস্পরকে ভীষণ ভালোবাসেন গাব্রিয়েলা-ভিক্টর। একসঙ্গে ১৩ বছর বিবাহিত জীবন কাটানো এ দম্পতি নিজেদের ভীষণ সুখীও মনে করেন।

শরীরে আঁকা ট্যাটুতে কোনো সমস্যাই হয় না বলে জানালেন এই দম্পতি। অন্যরা কী ভাবল না ভাবল তা থোড়াই কেয়ার করেন তারা।

মাত্র ১৩ বছর বয়সে আঙুলে প্রথম ট্যাটু আঁকেন ভিক্টর। আর গাব্রিয়েলা তার বুকে গোপাল এঁকে শুরু করেন ট্যাটু আঁকার কাজ।

এই দম্পতি বিশ্বের সবচেয়ে পরিবর্তিত শরীরের দম্পতি হিসেবে গিনিস বুকে জায়গা করে নিয়েছেন।

দুজনের শরীরের প্রায় ৭৭ শতাংশ পরিবর্তন করেছেন এই দম্পতি। ট্যাটু আঁকা ছাড়াও কান ও জিহ্বা ছিদ্র করেছেন তারা।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর