thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিলেটে ফাগুনের শুরুতেই বৃষ্টি

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:০৭:৫৮
সিলেটে ফাগুনের শুরুতেই বৃষ্টি

সিলেট অফিস : সিলেটে ফাল্গুনের শুরুতেই হয়ে গেল স্বস্তির বৃষ্টি। তিন দফা বৃষ্টিতে একটু হালকা শীত অনুভূত হলেও আমের মুকুল ও ফসলাদির জন্য বেশ উপকার পাওয়া যাবে। শনিবার সকাল সোয়া ৬টার দিকে শুরু হওয়া এ বৃষ্টি অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

বৃষ্টির কারণে মানুষের চলাফেরায় কিছুটা ছন্দপতন হলেও কৃষি এবং গাছ-গাছালির উপকার হবে বলে আবহাওয়াবিদরা মত দিয়েছেন। এমনকি এ মৌসুমে আরও দুয়েকদিন বৃষ্টিপাত হলেও গাছপালা ও ফসলাদির জন্য বেশ উপকার পাওয়া যাবে বলে দ্য রিপোর্টকে জানান তারা।

আমগাছে এ মৌসুমে শুধু বৃষ্টির কারণে মুকুলও বের হবে। সবুজ গাছের পাতায় রূপ বদল হবে। দ্বিতীয় দফা বৃষ্টি শুরু হয় ৮টা ৫ মিনিটে। আধাঘণ্টা স্থায়ী হয় এ বৃষ্টি। এরপর সকাল সোয়া ৯টা তৃতীয় দফায় বৃষ্টিপাত হয়। সিলেটের আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. এরশাদ দ্য রিপোর্টকে জানান, শনিবার তৃতীয় দফা বৃষ্টিতে ৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত ধারণ করা হয়েছে।

এদিকে ফাগুনের শুরুতেই বৃষ্টির কারণে বোরো ফসলের জন্য খুবই উপকারী বলে জানান সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মতিলাল হালদার।

তিনি বলেন, বৃষ্টির কারণে হাওরাঞ্চলের বোরো জমিতে শতভাগ উপকার পাবেন কৃষকরা। এ বৃষ্টি জমিতে সারের চেয়েও বেশি উপকার পাওয়া যাবে।

সিলেটের আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, শনিবার তিন দফা বৃষ্টিতে কৃষিক্ষেত্রে উপকার হবে। একই সঙ্গে গাছ-গাছালিরও দারুণ উপকার হবে।

তিনি বলেন, গত তিন মাস ধরে বৃষ্টি হয়নি। দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় এটাকে ইতিবাচক হিসেবেও দেখা যেতে পারে।

(দ্য রিপোর্ট/এমজেএইচ/ইইউ/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর