thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শ্রীমঙ্গল সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথ জরিপ শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:২২:৩২
শ্রীমঙ্গল সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথ জরিপ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি : আন্তর্জাতিক সীমানা পিলার মেরামত কাজ ও নতুন খুঁটি স্থাপন করতে ভারতীয় পাঁচ সদস্যের প্রতিনিধিদল ও বাংলাদেশী ছয় সদস্যের প্রতিনিধিদল শনিবার দিনব্যাপী যৌথ জরিপ কাজ করেছে।

দুই দেশের প্রতিনিধিদল শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্তে জরিপ কাজ শেষে ১৯৪০, ১৯৪১, ১৯৪২, ১৯৪৩ ও ১৯৪৪ নম্বর সীমান্ত খুঁটি পুনঃস্থাপন করে। রবিবার তারা এ অঞ্চলেই জরিপ কাজ করবেন। তবে কোথায় জরিপ কাজ শুরু করবেন তা জানা যায়নি।

যৌথ পর্যায়ে জরিপ কাজ সম্পন্ন করার লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় ভূমি জরিপ কমিশনের পরিচালক এনআর বিসওয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল শনিবার দুপুরে ভারতের কৈলাশহর চেকপোস্ট হয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে। এ সময় তার সঙ্গে ছিলেন- ভারতের জরিপ সুপারিটেন্ডেন্ট সোপান দাশ, ভূমি জরিপের ডেপুটি পরিচালক বাশথান দাশগুপ্ত, ত্রিপুরা রাজ্যের সার্ভেয়ার সঞ্জীব দেবনাথ ও ত্রিপুরা ক্যাম্প কর্মকর্তা অভিজিৎ দাশ।

প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল মান্নান, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশকান্তি চৌধুরী, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশকান্তি চৌধুরী দ্য রিপোর্টের কাছে জরিপ কাজ ও সীমানা খুঁটি স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/টিএফ/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর