thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অফিসে আগুন

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:৪৪:১৭
ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অফিসে আগুন

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে শনিবার দুপুরে শাহ জাফর ও মনির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনির গ্রুপের কর্মীরা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেয়। এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুখালী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল শনিবার। যুবদল নেতা আব্দুল আলিম মানিক রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। এ সময় বিএনপির কিছু নেতাকর্মী চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম মানিককে বিএনপি অফিসে গিয়ে সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফরের সঙ্গে দেখা করার কথা বলেন। এ সময় নেতাকর্মীদের নিয়ে আব্দুল আলিম মানিক বেলা দেড়টার দিকে বিএনপি অফিসে গিয়ে শাহ জাফরের দোয়া নিয়ে আসার সময় কিছু ছাত্রদলের নেতাকর্মীর সঙ্গে মানিকের নেতাকর্মীদের কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের পাঁচজন আহত হন। এ ঘটনার পর সাবেক সংসদ সদস্য শাহ জাফর অফিস থেকে চলে যাওয়ার পর একটি গ্রুপ বিএনপি অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। আগুনে অফিসের আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনার পর একে অপরকে দায়ী করে মিছিল করেছে।

এদিকে, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল অভিযোগ করেন, কেন্দ্রীয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির গ্রুপের কনক হাসান মাসুদ, জয়দেব রায়, বদিউজ্জামান বাবুল, মেহেদী হাসানসহ বেশকিছু যুবদল-ছাত্রদলের নেতাকর্মী বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর করে ও অফিসে আগুন দেয়।

এ ব্যাপারে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমাকে নিয়ে যে কথা ছড়ানো হচ্ছে তা দুঃখজনক। এসব ঘটনার সঙ্গে আমি কোনোমতেই জড়িত নই। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। বিএনপি অফিস পোড়ানোর ঘটনায় তিনি নিন্দা জানান। বিএনপি অফিস ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর।

তিনি বলেন, যুবদলের এক নেতার নির্দেশেই অফিসে আগুন দেওয়া হয়েছে। এদিকে, অফিসে আগুন দেওয়ার ঘটনায় শাহ জাফর ও মনিরুজ্জামান মনিরের গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

(দ্য রিপোর্ট/এসএইচ/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর