thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অমল রায়ের দ্বি-মুকুট লাভ

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:৫৪:১৭
অমল রায়ের দ্বি-মুকুট লাভ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিসে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার অমল রায় দ্বি-মুকুট লাভ করেছেন। তিনি পুরুষ একক ও পুরুষ দ্বৈতের শিরোপা জিতেছেন।

পুরুষ এককের ফাইনালে অমল রায় ৬-১, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আরিফ হোসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ দ্বৈতের ফাইনালে অমল ও রঞ্জন রাম জুটি ৬-৩, ৬-১ গেমে আনোয়ার হোসেন ও দীপু লাল জুটিকে হারিয়ে শিরোপা জিতেছেন।

এদিকে প্রমীলা এককে জাতীয় টেনিস কমপ্লেক্সের শারমিন আলম সারদা ৪-৬, ৭ -৫ ও ৬-৪ গেমে বিকেএসপির ঈশিত আফরোজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

এ ছাড়া শিরোপা বালিকা একক ১০ বছর ও নিচ বিভাগে জাতীয় টেনিস কমপ্লেক্সের মাসফিয়া, বালক একক ১০+ বিভাগে রাফিদ, বালক একক ১০ বছর ও নিচ বিভাগে তাহমিদ ইসলাম, বালিকা একক ৮ বছর ও নিচ বিভাগে লামিয়া এবং বালক একক ৮ বছর ও নিচ বিভাগে মাহিন মুসারত চ্যাম্পিয়ন হয়েছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর