thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

কালিয়াকৈরে পোশাক শ্রমিক খুন

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৯:২০:১৯
কালিয়াকৈরে পোশাক শ্রমিক খুন

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার যোগিরচালায় পোশাক শ্রমিক সুধারানী বালা (৩০) খুন হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী স্বামী ও সতীনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

মৌচাক ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. তমিজ উদ্দিন অভিযোগ করেন, সকালে পোশাক শ্রমিক সুধারানী বালাকে স্বামী ও সতীন শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী সুধারানীর মৃতদেহ দেখতে পেয়ে স্বামী ও সতীনকে আটক করে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং স্বামী ও সতীনকে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, নিহত সুধারানী দিনাজপুরের চিনিরবন্দর থানার খুশনা গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মণের প্রথম স্ত্রী। তিনি স্থানীয় রহমত স্পিনিং মিলস লিমিটেড কারখানায় চাকরি করতেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর