thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

মিসরে সাড়ে ৩ হাজার বছর আগের মমির সন্ধান

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ১৯:৪৪:২৬
মিসরে সাড়ে ৩ হাজার বছর আগের মমির সন্ধান

দ্য রিপোর্ট ডেস্ক : মিসরে প্রত্নতত্ত্ববিদদের একটি দল মাটি খুঁড়ে ৩৬ শ’ বছর আগের পুরানো দুর্লভ পাথরের মূর্তি উদ্ধার করেছেন। এখনও ভেতরে একটি মমি রয়েছে বলেও নিশ্চিত করেছেন প্রত্নতত্ত্ববিদদের দলটি।

মিসরের সরকারি সংবাদপত্র আল-হারাম বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে। প্রত্নতত্ত্ববিদদের দলটি লাক্সরের একটি সমাধিতে নিয়মিত খননের কাজ করতে গেলে মানুষের আকারের চিত্রিত পাথরের ভাস্কর্যটি খুঁজে পায়।

এই প্রস্তর মূর্তিটি খ্রিস্টপূর্ব ১৬০০ অব্দের বলে নিশ্চিত করেছে দেশটির পুরাতত্ত্ব বিভাগের সর্ব্বোচ্চ কাউন্সিল। সে সময় মিসরের শাসক ছিলেন ১৭তম ফারাও সম্রাট।

মিসরের পুরাকীর্তি মন্ত্রী মোহাম্মদ ইব্রাহিমের বরাত দিয়ে আল-হারাম পত্রিকা জানায়, খুঁজে পাওয়া প্রস্তর মূর্তিটির মালিক একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন বলে মনে করা হচ্ছে। যার মমি এখনও ভেতরে রয়ে গেছে। মূর্তির গায়ে কর্মকর্তার পরিচিতি খোদাই করা থাকলেও প্রত্নতত্ত্ববিদরা তাকে এখনও চিহ্নিত করতে পারেননি বলেও জানিয়েছেন মন্ত্রী।

স্পেন ও মিসরের প্রত্নতত্ত্ববিদদের দল এর আগে লাক্সরের দারা আবুল-নাগা সমাধিতে সন্ধান চালালেও ফিরতে হয়েছিল খালি হাতে। সূত্র : সিএনএন।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর