thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মাধবপুরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ২০:৪৮:২৩
মাধবপুরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় ইঞ্জেকশন পুশ করে পপুলার ফার্মাসিউটিক্যালের এক রিপ্রেজেন্টেটিভ ও তার স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ মাধবপুর শ্যামলীপাড়া এলাকা থেকে নিহত স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর গ্রামের সাইফুল আলম রেজা (৩৫) ও তার স্ত্রী নূরজাহান বেগম কথা (৩০)। সাইফুল আলম রেজা পপুলার ফার্মাসিউটিক্যালসের স্থানীয় রিপ্রেজেন্টেটিভ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল আলম রেজা তার স্ত্রী নূরজাহান বেগম কথাকে সঙ্গে নিয়ে মাধবপুর উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় ডা. ইকবাল হোসেনের বাসায় ভাড়া থাকতেন।

শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত সাইফুল আলম রেজা ও তার স্ত্রীর কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিক ইকবাল হোসেন তাদের ডাকতে যান। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরও তাদের সাড়া না পেয়ে তিনি পুলিশকে ঘটনাটি জানান।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটে স্বামী-স্ত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় পুলিশ নিহত দুজনের হাতে ইঞ্জেকশন পুশের কুনাল দেখতে পান।

এ ছাড়াও পুলিশ ওই কক্ষ থেকে ইঞ্জেকশন পুশের কয়েকটি সিরিঞ্জ, কীটনাশক জাতীয় ইঞ্জেকশন ও একটি চিরকুট উদ্ধার করে। ওই চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নহে। এই সিদ্ধান্ত একান্তই আমাদের।’

এ ব্যাপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, বিষাক্ত কীটনাশক ইঞ্জেকশন পুশ করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি আরও জানান, নিহত স্বামী-স্ত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এফসি/এএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর