thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অস্ট্রেলিয়ার জয়

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ২১:০৩:০৪
অস্ট্রেলিয়ার জয়

দ্য রিপোর্ট ডেস্ক : মিচেল জনসন, রায়ান হ্যারিস ও পিটার সিডলের আগুন ঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে একদিন বাকি থাকতেই ২৮১ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শনিবার এই জয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অ্যাশেজ জয়ী মাইকেল ক্লার্কের দল।

অস্ট্রেলিয়া এ দিন ৪ উইকেটে ২৯০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য নির্ধারিত হয়েছিল ৪৮২ রানের। কিন্তু দক্ষিণ আফ্রিকা ৫৯.৪ ওভারে ২০০ রানে সবকটি উইকেট হারিয়েছে। আগের ইনিংসে ৭ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জনসন ৫৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন হ্যারিস ও সিডল।

এই টেস্টে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিল। দক্ষিণ আফ্রিকা জবাবে ২০৬ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া লড়াকু সংগ্রহ গড়েছে। উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টেস্টটি পোর্ট এলিজাবেথে ২০ ফেব্রুয়ারি শুরু হবে।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর