thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি, আটক ১

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ২১:২৯:৪৯
ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি, আটক ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির দায়ে খাদিজা বেগম (৩২) নামে এক নারীকে আটক করা হয়েছে। শনিবার রাত ৮টার সময় তাকে আটক করা হয়।

ঢামেকের ইমার্জেন্সি গেটের পাশের ঢালু সিড়ি গেট থেকে আনসার সদস্যরা নবজাতকসহ খাদিজা বেগমকে আটক করে জরুরি বিভাগের ক্যাম্প পুলিশের কাছে হস্তান্তর করে।

খাদিজা বেগমের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানায় বলে জানান। তার স্বামী বাহরাইন থাকেন। খাদিজা বেগমও বাহরাইন থাকতেন বলে জানান। চার বছর আগে তিনি দেশে আসেন।

খাদিজা বেগম জানান, দুই-তিনদিন আগে রাজধানীর জিগাতলার এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন তিনি। তার পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে। আর কোনো সন্তান হবে না বলেও তিনি জানান।

হাসপাতালের ২১৩নং ওয়ার্ড থেকে ওই নবজাতক নিয়ে বের হওয়ার সময় আনসার সদস্যরা খাদিজা বেগমকে আটক করে।

জরুরি বিভাগের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, নবজাতক নিয়ে বের হওয়ার ডিসচার্জ পেপার সে দেখাতে পারেনি। এছাড়া কার কাছ থেকে বাচ্চা নিয়েছে সেটিও সে বলতে পারেনি।

এক মহিলাকে ৫ হাজার টাকা দিয়ে নবজাতককে নিয়েছে বলেও খাদিজা জানান।

হাসপাতালের রেজিস্ট্রারে নবজাতক (বয়স তিন দিন) প্রযত্নে –মুক্তা, ডেমরা, ঢাকা লেখা রয়েছে।

এখন পর্যন্ত নবজাতকের পিতা-মাতার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে মোজাম্মেল হক জানান।

খাদিজা বেগমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর